মাওলানা সিরাজ সালেকীন
ইবনে আবী উসাইবিআ, ইবনে খল্লিকান, সুবকী, ইবনে হাজার, ইবনুল ইমাদ সহ একাধিক ঐতিহাসিক বলেছেন, ফখরুদ্দীন রাযী রহ. (৬০৬ হি.) তার তাফসীরটি পূর্ণ লিখে যেতে পারেননি।
* কে তা পূর্ণাঙ্গ করেছে?
শামসুদ্দীন আহমাদ বিন খলীল খুওয়াইয়ী (৬৩৭ হি.) ও নাজমুদ্দীন আহমাদ কমুলী (৭২৭ হি.) উভয়ের জীবনীতে আছে যে, তারা তাফসীরে কাবীরের বাকি অংশ লিখেছেন। তবে প্রচলিত যে তাফসীরে কাবীর সেটাতে ফখরুদ্দীন রাযী রহ. এর অংশের সাথে খুওয়াইয়ী রহ. এর রচিত অংশটি যুক্ত হয়েছে।
* ফখরুদ্দীন রাযী রহ. কতটুকু লিখেছেন?
শিহাবুদ্দীন খফাজী রহ. এর মতে ফখরুদ্দীন রাযী রহ. সূরা আম্বিয়া পর্যন্ত তাফসীর করেছেন।
সঠিক কথা হলো, শুরু থেকে সূরা কসাসের শেষ পর্যন্ত, সূরা সফফাত থেকে সূরা আহকাফের শেষ পর্যন্ত, সূরাতুল হাদীদ, সূরাতুল মুজাদালা, সূরাতুল হাশর ও সূরাতুল মুলক থেকে শেষ পর্যন্ত ফখরীদ্দীন রাযী রহ. তাফসীর করেছেন।
বাকি অংশ অর্থাৎ সূরা আনকাবুত থেকে সূরা ইয়াসীনের শেষ পর্যন্ত, সূরা মুহাম্মদ থেকে সূরা ওয়াকিআর শেষ পর্যন্ত, সূরা মুমতাহিনা থেকে সূরা তাহরীমের শেষ পর্যন্ত খুওয়াইয়ী রহ. এর লেখা।
এই বিষয়গুলোর তাহকীক দেখার জন্য পড়া যেতে পারে ইয়াহয়া মুআল্লিমী রহ. এর حول تفسير الفخر الرازي وتكملته রিসালাটি। অত্যন্ত সুন্দর ও জ্ঞানগর্ভ একটি রিসালা।
ইবনে আবী উসাইবিআ, ইবনে খল্লিকান, সুবকী, ইবনে হাজার, ইবনুল ইমাদ সহ একাধিক ঐতিহাসিক বলেছেন, ফখরুদ্দীন রাযী রহ. (৬০৬ হি.) তার তাফসীরটি পূর্ণ লিখে যেতে পারেননি।
* কে তা পূর্ণাঙ্গ করেছে?
শামসুদ্দীন আহমাদ বিন খলীল খুওয়াইয়ী (৬৩৭ হি.) ও নাজমুদ্দীন আহমাদ কমুলী (৭২৭ হি.) উভয়ের জীবনীতে আছে যে, তারা তাফসীরে কাবীরের বাকি অংশ লিখেছেন। তবে প্রচলিত যে তাফসীরে কাবীর সেটাতে ফখরুদ্দীন রাযী রহ. এর অংশের সাথে খুওয়াইয়ী রহ. এর রচিত অংশটি যুক্ত হয়েছে।
* ফখরুদ্দীন রাযী রহ. কতটুকু লিখেছেন?
শিহাবুদ্দীন খফাজী রহ. এর মতে ফখরুদ্দীন রাযী রহ. সূরা আম্বিয়া পর্যন্ত তাফসীর করেছেন।
সঠিক কথা হলো, শুরু থেকে সূরা কসাসের শেষ পর্যন্ত, সূরা সফফাত থেকে সূরা আহকাফের শেষ পর্যন্ত, সূরাতুল হাদীদ, সূরাতুল মুজাদালা, সূরাতুল হাশর ও সূরাতুল মুলক থেকে শেষ পর্যন্ত ফখরীদ্দীন রাযী রহ. তাফসীর করেছেন।
বাকি অংশ অর্থাৎ সূরা আনকাবুত থেকে সূরা ইয়াসীনের শেষ পর্যন্ত, সূরা মুহাম্মদ থেকে সূরা ওয়াকিআর শেষ পর্যন্ত, সূরা মুমতাহিনা থেকে সূরা তাহরীমের শেষ পর্যন্ত খুওয়াইয়ী রহ. এর লেখা।
এই বিষয়গুলোর তাহকীক দেখার জন্য পড়া যেতে পারে ইয়াহয়া মুআল্লিমী রহ. এর حول تفسير الفخر الرازي وتكملته রিসালাটি। অত্যন্ত সুন্দর ও জ্ঞানগর্ভ একটি রিসালা।
Post a Comment